ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsDURGAPURKULTI-BARAKARLatestPURULIA-BANKURAWest Bengal

দুর্গাপূজা নিয়ে হোয়াটসঅ্যাপে গুজব

এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে রাজ্য় পুলিশের পক্ষ থেকে জানান হয়েছে
Image source WB police

বেঙ্গল মিরর, কলকাতা,৮ ই সেপ্টেম্বর, সৌরদীপ্ত সেনগুপ্ত : দুর্গাপূজা নিয়ে হোয়াটসঅ্যাপে গুজব ছড়ানো নিয়ে সতর্ক করল পুলিস প্রশাসন। রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানান হয়েছে যে দুর্গাপূজা নিয়ে হোয়াটসঅ্যাপে এই গুজবটি ছড়াচ্ছে। এ রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। দয়া করে মেসেজটি ফরোয়ার্ড করবেন না। এটি মিথ্যা। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানা গেছে কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ফেক গাইডলাইন ভাইরাল হচ্ছিল। আর এই বিষয় নিয়ে অনেকে চিন্তিত ছিলেন। পুলিশের পক্ষ থেকে জানান হল যে এটি খবরটি ভুয়ো বা ফেক। সরকারের পক্ষ থেকে এখনও দুর্গাপুজো নিয়ে কোনো গাইডলাইন দেওয়া হয়নি।

https://www.facebook.com/WBPolice/posts/1538406523018482

Leave a Reply