PANDESWAR-ANDAL

পাণ্ডবেশ্বরে বিপিন রাওয়াতের স্মৃতির উদ্দেশ্যে ম্যারাথন দৌড়

বেঙ্গল মিরর, দেব চট্টোপাধ্যায় : প্রাক্তন সেনাপ্রধান বিপিন রাওয়াতের স্মৃতির উদ্দেশ্যে ম্যারাথন দৌড় পাণ্ডবেশ্বরে ।শনিবার পান্ডবেশ্বরের বাঁকোলা রেলগেট সংলগ্ন এলাকায় ম্যারাথন দৌড়ের আয়োজন করেছিল রোটারি ক্লাব of উকরা ,স্বেচ্ছাসেবী সংগঠন তৃণাঙ্কুর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যৌথ উদ্যোগে । সকাল ৯ টা নাগাদ শুরু হয় পাঁচ কিলোমিটার দৌড়ের এই ম্যারাথন । এই ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিল প্রায় ১৫০০ প্রতিযোগী প্রতিযোগিনী  এই ম্যারাথনের নাম রাখা হয়েছিল  “নয়া দৌড় উখরা সে পাণ্ডবেশ্বর  কি ওর”।  এই ম্যারাথন দৌড় বিশেষভাবে মাননীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুপ্রেরণায় অনুষ্ঠিত হয়।

এ ম্যারাথন দৌড় সম্পর্কে বিধায়ক জানান ,”এই দৌড় উন্নয়নের দৌড়, এই দৌড় এগিয়ে যাওয়া দৌড়”। এই দৌড়ে প্রথম দ্বিতীয় এবং  তৃতীয় প্রতিযোগী প্রতিযোগিনী  দে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে ।এ ছাড়াও এই দৌড়ের  সব থেকে কম বয়সী  প্রতিযোগী এবং সবথেকে  বয়স্ক প্রতিযোগী কেও পুরস্কৃত করা হবে । এই অনুষ্ঠানে এসে পুলিশ কমিশনার  সুধীর কুমার নীলাকান্তম জানান “সকলকে  শারীরিক  এবং মানসিকভাবে ফিট থাকতে হবে তার জন্য প্রয়োজন শারীরিক কসরত ,আর এই দৌড়ের মাধ্যমেই শরীরকে ফিট রাখা যায় । আর পুলিশ সবসময় ভালো কাজে মানুষের সাথে থাকবে “।

 মশাল জ্বালিয়ে এই দৌড়ে শুভ সূচনা করেন আসানসোল দুর্গাপুর পুলিশের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলাকান্তম (IPS) ।এ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্ডাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু অধিকারী উখরা ফাঁড়িরআই সি নাসরিন সুলতানা এ ছাড়াও উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

Leave a Reply