KULTI-BARAKAR

50 লক্ষ টাকা ব্যয়ে স্ট্রীট লাইট

বেঙ্গল মিরর, টিজে সাহা, কুলটি : গ্রীন সিটি প্রকল্পে আসানসোল পুরনিগম এর 105 নম্বর ওয়ার্ড এলাকায় 98 টি স্ট্রীট লাইট লাগানোর ব্যবস্থা করা হয়েছে আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি এর সহায়তায় 50 লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প গড়ে তোলা হয়েছে ,প্রকল্পটি আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ADDA সি ই ও প্রলয় রায় চৌধুরী এ ছাড়া এই অনুষ্টানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃনমুল ব্লক সভাপতি বিমান আচার্য্য স্থানীয় কাউন্সিলার অভিজিৎ আচার্য্য সহ আরো অনেকে !

Leave a Reply