ASANSOLASANSOL-BURNPUR

রাস্তায় ফুল গাছের চারা পুঁতে অভিনব বিক্ষোভ কংগ্রেস এর

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- মাইনরিটি কংগ্রেস হিরাপুর ব্লক এর পক্ষ থেকে হিরাপুর 84 নম্বর ওয়ার্ড এর আজাদ নগর মোড় থেকে রহমত নগর মোড় চাবি মোড় এবং আলম নগর মোড় থেকে মমতা এপার্টমেন্ট মোড় অবধি রাস্তায় যে অবস্থা আছে সেই নিয়ে একটা বিক্ষোভ প্রদর্শন করছেন ।তাদের এই বিক্ষোভ প্রদর্শন অভিনব পদ্ধতিতে করা হল ।এদিন তারা ফুল গাছের চারা নিয়ে জল ভর্তি রাস্তায় পুঁতে বিক্ষোভ দেখান ।

এদিন আসানসোল সাউথ ব্লক কংগ্রেসের সভাপতি শাহ আলম খান জানান এই 84 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এর এই রাস্তা চোখে পড়েনা তাদের কাজ শুধু ফুলের তোড়া নিয়ে গিয়ে মেয়র নেতা মন্ত্রীদের দেওয়া আর খুশি করা ।আর তাই এই পিচের রাস্তা মাটির রাস্তায় রূপান্তরিত হবার পর এই মাটির রাস্তায় ফুলের গাছ লাগাচ্ছি যাতে ওই ফুল দিয়ে তারা নেতা মন্ত্রীদের দিতে পারে ।তাদের দাবি এই রাস্তা দ্রুত ঠিক করা হোক তা নাহলে তারা স্থানীদের নিয়ে আরো আসানসোল করপোরেশন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করবে ।

Leave a Reply