ASANSOLASANSOL-BURNPURBengali NewsLatestNews

বার্নপুরে বস্তাবন্দি মৃতদেহ,চাঞ্চল্য

বেঙ্গল মিরর, রাজা ব্যানার্জি, বার্নপুর : বুধবার সকালে বস্তাবন্দি মৃতদেহ পাওয়া যাওয়ার পরে হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, হীরাপুরের সিআই শিবনাথ পাল এবং থানার ইনচার্জ সোমেন্দ্র সিং ঠাকুর।  পুলিশ মৃতদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। আশঙ্কা করা হচ্ছে যে কাউকে হত্যা করে বস্তাতে মৃতদেহ আনা হয়েছে । কিন্তু যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না হচ্ছে কিছু বলা সম্ভব নয়।

বস্তাবন্দি মৃতদেহ চাঞ্চল্য

স্থানীয় লোকজন জানিয়েছেন বুধবার সকালে  সকালে নরসিংহ বাঁধ মিঠাই গলি এলাকায় লোকজন একটি বস্তা পড়ে থাকতে দেখেন।  এটি দেখার পরে লোকেরা সন্দেহজনক হয়ে ওঠে ওনারা পুলিশ কে খবর দেন।  পুলিশ তদন্ত করতে গিয়ে দেখা গেল, বস্তার ভিতরে একটি ব্যক্তির লাশ রয়েছে।  পুলিশ বলছে যে বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্তের পরেই কিছু বলা যাবে।

Leave a Reply