ASANSOLBengali NewsDURGAPUR

আসানসোল এবং দুর্গাপুরের ১০ টি কলেজের গভর্নিং বডিতে রাজ্য সরকার মনোনীত সদস্যদের নাম ঘোষণা

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এবং দুর্গাপুরের ১০ টি কলেজের গভর্নিং বডিতে রাজ্য সরকার মনোনীত সদস্যদের নাম ঘোষণা করেছে৷ রাজ্যের উচ্চশিক্ষা দফতরের তরফে সরকারের প্রতিনিধিদের নাম ঘোষণা করা হয়েছে।

আসানসোল গার্লস কলেজ অশোক রুদ্র, বিবি কলেজ অভিনব মুখোপাধ্যায়, খন্দ্রা কলেজ কৌশিক মণ্ডল, টিডিবি কলেজ রানিগঞ্জ মীর সিদ্দিক, মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ দুর্গাপুর ইমরান খান, পাণ্ডবেশ্বর কলেজের ডক্টর বীরু রজক, বিসি কলেজ রাজীব মুখার্জি, রানিগঞ্জ গার্লস কলেজ লোকেশ মণ্ডল, কুলটি কলেজ রাহুল ঘোষাল, দুর্গাপুর ওমেন্স কলেজের ডাঃ কলিম উল হক। দায়িত্ব পেয়ে উক্ত ব্যক্তিদের অভিনন্দন জানিয়েছেন শিল্পাঞ্চলের বিভিন্ন শ্রেণি ও বিভিন্ন পেশার মানুষ।

Leave a Reply