ASANSOL-BURNPURBengali News

শতাব্দী প্রাচীন কালীকৃষ্ণ যোগাশ্রম সংস্করণ করা হলো

বেঙ্গল মিরর, বার্নপুরঃ– “কালীকৃষ্ণ যোগাশ্রম ” ধেনুয়া । পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের দামোদর পাড়ের শতাব্দী প্রাচীন এই আশ্রম ।একের পর এক মহান সাধকের আগমনে এই সিদ্ধপিঠ অলোকিত। পাতাল ফোঁড় ” কেদারনাথ ” মন্দির, কালী মায়ের মন্দির তথা শারদীয় মহামায়া এবং পঞ্চমুন্ডি আসনের একত্র অবস্থান।
কালী মায়ের মন্দিরটি প্রাচীন হওয়ায় তার সংস্করণ করা হল আজ 21 সে জুন ( বাংলা 6 ই আষাঢ়) । দামোদর নদ থেকে কুমারী মেয়ের কলস এসে এই পূর্ন তিথিতে সমস্ত আচার আচরণ মেনেই মায়ের মন্দিরে মা পুনঃ প্রতিষ্ঠিত হলেন। সামাজিক দূরত্ব বিধি মেনে সম্পন্ন হল প্রসাদ বিতরনের কাজ।

Leave a Reply