ASANSOLASANSOL-BURNPURBengali NewsKULTI-BARAKARPANDESWAR-ANDAL

MAYOR কে উষ্ণ অভ্যর্থনা

আতশবাজি, লাড্ডু বিতরণ
MAYOR কে উষ্ণ অভ্যর্থনা

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত, আসানসোল , : আসানসোলের মেয়র(MAYOR) জিতেন্দ্র তিওয়ারির করোনা জয় করে ফিরে আসার পর তৃণমূল জেলা কোষাধ্যক্ষ অমিত তুলসিয়ান (সোনু) এবং সহসভাপতি অভিজিৎ আচার্য (বাপ্পা)- র নেতৃত্বে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। কয়েকশো সমর্থক তাঁর বাসায় বাজনা বাজিয়ে আসেন। জিটি রোডে আতশবাজি জ্বালানো হয়।শহরের শতাধিক লোকের মাঝে ঘিয়ের লাড্ডু বিতরণ করা হয়। ওই সময় মেয়র পারিষদ পূর্ণশশি রায়, তৃণমূল নেতা বুম্বা মুখার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।

মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন যে,” আমি শিল্পাঞ্চলবাসীর কাছে কৃতজ্ঞ। করোনা আক্রান্ত হবার পরে, আমাদের সঙ্কটের সময় শিল্পাঞ্চলের মানুষ আমাদের জন্য প্রার্থনা করেছেন। মুখ্যমন্ত্রীর সঠিক নির্দেশ অনুসরণ করে তিনি সুস্থ বাড়ি ফিরেছেন। আমরা কোয়কদিনের জন্য হাসপাতালে ভর্তি ছিলাম। শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানের লোকেরা প্রার্থনা ও পূজা অর্চনা করেন। শিল্পাঞ্চলের মানুষেরা আমাদের সংকটে যেভাবে প্রার্থনা করেছেইলেন সেটি আমাদের মানসিক শক্তি দিয়েছিল। আমরা আমাদের সারা জীবনকালে এই সহযোগিতাটি ভুলতে পারব না। আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকব শিল্পাঞ্চল বাসীর প্রতি। শীঘ্রই সবকিছু স্বাভাবিক হয়ে উঠবে।

Leave a Reply