ASANSOL

আসানসোলে হাই মাস্ট লাইটের উদ্বোধন করলেন মন্ত্রী মলয় ঘটক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: বুধবার বিকেলে আসানসোলে লোকো স্টেডিয়াম এর কাছে জিটি রোডের পাশে বিধায়ক তহবিল থেকে এডিডিএ এর মাধ্যমে লাগানো হাই মাস্ট ল্যাম্পের উদ্বোধন করলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক। এই উপলক্ষে, INTTUC জেলা সভাপতি অভিজিৎ ঘটক, প্রাক্তন MIC অনিমেষ দাস, শ্রমিক ইউনিয়ন নেতা রাজু আহলুওয়ালিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

लाइट का उद्घाटन

মন্ত্রী মলয় ঘটক বলেন যে, জিটি রোডের এই জায়গায় মানুষ বহু দিন ধরে “লাইট” লাগানোর দাবি করে আসছিলেন। কারণ এখানে অন্ধকার থাকে এবং এতদিন কোন আলো ছিল না। এখানে ট্রাফিক সিগন্যালও রয়েছে। এখানে লাইট লাগানোর ফলে মানুষের চলাফেরার ক্ষেত্রে অনেক সুবিধা হবে।

RANIGANJ के श्रेष्ठ पूजा आयोजकों को मिला पुरस्कार

Raniganj : दामोदर में डूबने से मौत, शव के साथ हाइवे पर प्रदर्शन 

ड्रग्स बेचने के आरोप में लोगों ने युवक को पकड़ा, पुलिस को सौंपा

Leave a Reply