ASANSOLRANIGANJ-JAMURIA

Meet Your Officer : জামুরিয়া থানায় জনতার দরবারে পুলিশ কমিশনার

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কমিশনার সুধীর কুমার নীলকান্তম জামুরিয়া থানায় পৌঁছে করলেন জনতার দরবারে মিটিওর অফিসার নামক কর্মসূচি। যেখানে দিন জামুরিয়া থানা ও পুলিশ ফাঁড়ির বিভিন্ন আধিকারিকদের পরিচয় প্রদানের সাথেই এলাকার কি কি সমস্যা রয়েছে সে সম্পর্কিত কথাবার্তা জেনে নেন জনগণের কাছে।

এরপর জামুড়িয়ার বিভিন্ন এলাকায় খোয়া যাওয়া মোট সতেরোটি মোবাইল ফোন উদ্ধার করে ফোনের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় ডিসিপি ডক্টর এস এস কুলদীপ, এ সিটি সেন্ট্রাল টু তথাগত পান্ডে, জামুরিয়া থানার সদ্য দায়িত্বপ্রাপ্ত ওসি রাহুল দেব মন্ডল, জামুড়িয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক জিষ্ণু দে প্রমুখ।

অন্যদিকে বারাবনি রানায় মিটিওর অফিসার কর্মসূচিতে উপস্থিত আজ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পক্ষ থেকে জনসংযোগ ক্ষেত্রে এক নতুন মাত্রা আনতে মিট ইওর অফিসার নামে এক কর্মসূচি গ্রহণ করা হলো যেখানে সারা সপ্তাহে এক দিনে এসিপি ভিজিট করে মানুষের সুবিধা অসুবিধার কথা জানবেন
আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি প্রতীক রায়
হিরাপুর সি আই শিবনাথ পাল
বারাবনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল
মনোজ শর্মা রিপোর্ট বারাবনি

Leave a Reply