ASANSOL-BURNPURBengali News

ঢাকেশ্বরী বৃদ্ধাশ্রমে দিনভর ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান

বেঙ্গল মিরর, সুজিত বাল্মীকি, বার্নপুর: আজ বলাকা চেরিটেবল সোসাইটি উদ্যোগে বার্নপুরে ঢাকেশ্বরী বৃদ্ধাশ্রমে দিনভর ব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে আশ্রম আবাসিকদের বিনোদন করেন শুনেতা ঘোষাল ও তার সহযোগীবৃন্দ, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিক তথা প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়,বিশেষ অতিথি রুপে উপস্থিত ছিলেন জিএম ইসিল বাসব চৌধুরী।

, তরুণ বাবু নিজে বৃদ্ধদের মধ্যে কম্বল বিতরণ করেন, তরুণ বাবু তার বক্তব্যে বলেন “তিনি বলাকা চেরিটেবিল সোসাইটি সঙ্গে আগামী দিনে যুক্ত থাকবেন ,আশ্রমিকদের মধ্যে সময়ে ভাগ করে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য বলাকা চেরিটেবিল সোসাইটিকেন্যবাদ জানান” এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর প্রিয়ব্রত সরকার, সৌম্যদীপ্ত রায় , মন্দিরা ঘোষাল,তাপস ঘোষাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।

Leave a Reply