ASANSOLKULTI-BARAKAR

দুই বাইকের সংর্ষে আহত তিন, গুরুতর অবস্থা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-কুলটি থানার অন্তর্গত দুই নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা নিত্য দিনের ঘটনা হয়েগেছে প্রতিনিয়তই কোন কোন কোন ঘটনার শিকার হচ্ছে পথচারী ।যারফলে মৃত্যুর মুখেও পড়ছে বহু মানুষ ।আর এই দুর্ঘটনা এড়াতে প্রসাশনের পক্ষ থেকে
বিভিন্ন আইনানুগ ব্যাবস্থা নিলেও তা ঘটেই চলছে।
কিছুদিন আগেই কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির সংলগ্ন এম.ভি আই দপ্তরের সামনে পথ দুর্ঘটনা হয়েছিল একটি বিএমডাবলু বাইক এর সাথে এক বাইকের যার ফলে মৃত্যু হয়েছিল স্থানীয় এক যুবকের ।সেই দুর্ঘটনার পর আবারো পথদুর্ঘটনা ঘটল কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির অন্তর্গত বাইপাস জাতীয় সড়কে ।জানাজায় জতীয় সড়ক ধরে ধানবাদ থেকে দুর্গাপুর এর দিকে যাচ্ছিল এক বাইক আরোহী সহ বাইকে বসা এক মহিলা।

আর ঠিক সেই সময় রাস্তা পারাপার করছিল অন্য এক মোটর বাইক।আর সেইসময় দুই মোটর বাইকে মুখোমুখী সংঘর্ষে গুরুতর আহত হয় মোটর বাইক এর চালক।এর পরেই ঘটনাস্থলে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশ ও কুলটি ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের এম্বুলেন্স করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।পুলিশ চিকিৎসার জন্য ৩জন কে আসানসোল জেলা হাসপাতালে পাঠান।বিগত কয়েক দিন আগেও একই জায়গাতে একটি বি.এম. ডাবলু চার চাকা গাড়ি ও মোটর বাইক রাস্তা পারাপার হওয়ার সময় দুর্ঘটনাতে মৃত্যু হয়ে ছিলো এক যুবকের।স্থানীয় বাসিন্দা অমর ব্যানার্জীর বক্তব্য এই জায়গাতে বারংবার পথ দুর্ঘটনা ঘটছে এমনকি দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে আমরা প্ৰশাসন কে বার বার ট্রাফিকের আবেদন করেছি কিন্তু কোনো ট্রাফিকের বাবস্থা হচ্ছে না তাই আমাদের দাবি এইখানে ট্রাফিকের ব্যাবস্থা করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে নামার কথা বলেন তিনি ।

Leave a Reply