ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

পরিতক্ত খনিতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক ECL কর্মী

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : পানুরিয়া গৌরাঙ্গী কোলিয়ারি তিন নম্বর পরিতক্ত খোলামুখ খনির স্নান করতে গিয়ে তলিয়ে গেল প্রদীপ বাউরি নামে এক ECL কর্মী তার বয়স হয়েছিল প্রায় 54 বছর বয়স। পুলিশের সেভেন ব্যাটালিয়ন ও সিভিল ডিফেন্সের ডুবুরিরা এসে সকাল থেকে তল্লাশি চালাচ্ছে জলে নেমে প্রায় দু ঘণ্টা ধরে তার কোনো খবর পাওয়া যায়নি স্থানীয় মানুষের বক্তব্য প্রায় সময়ই এইরকমই ঘটনা হয় দুদিন তিনদিন পর ডেড বডি ভেসে উঠে ।

সকাল থেকে ডুবুরি চেষ্টা করে কিন্তু প্রায় দুপুর 1 টা নাগাদ জলের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করল মৃত দেহ নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়া হলো

Leave a Reply