BARABANI-SALANPUR-CHITTARANJANRANIGANJ-JAMURIA

রানীগঞ্জ ও চিত্তরঞ্জন থানার আইসি বদল

বেঙ্গল মিরর, চরন মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জ থানার ভাবপ্রাপ্ত আধিকারিককে আবার বদলি করা হলো এবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটএর চিত্তরঞ্জন থানার ভারপ্রাপ্ত আইসি বিকাশ দত্তকে রানিগঞ্জ থানার আইসি করা হয়েছে। রানীগঞ্জ থানার আইসিস সুশিম গঙ্গোপাধ্যায় কে রাজ্য পুলিশের আইবি বিভাগে পাঠানো হয়েছে অন্যদিকে ইন্সপেক্টর শেখ ইসমাইল আলীকে চিত্তরঞ্জন থানার দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply