ASANSOL

পশ্চিম বর্ধমান বঙ্গজননী তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি ঘোষণা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৪ মার্চঃ ( Paschim Bardhaman Bongojanani) পশ্চিম বর্ধমান জেলা বঙ্গজননী তৃনমুল কংগ্রেসের জেলা কমিটি ঘোষনা করা হয় শুক্রবার। এই উপলক্ষে এদিন আসানসোলের জিটি রোডের বিএনআরে তৃণমূল কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জেলার ১৬ টি ব্লকের বঙ্গজননী তৃনমুল কংগ্রেসের সভানেত্রী সহ অন্যদের নিয়োগ পত্র দেওয়া হয়।

উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমুল কংগ্রেসের জেলা সভাপতি আসানসোল পুরনিগমের মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
এছাড়াও ছিলেন বঙ্গজননী তৃনমুল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভানেত্রী আলপনা বন্দোপাধ্যায়, কার্যকরী সভানেত্রী সিকে রেশমা রামকৃষ্ণণ, লক্ষী মাহাতো, লক্ষী ঘোষ, রীনা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।

Leave a Reply