Bengali NewsPANDESWAR-ANDALWest Bengal

বনগ্রাম অঙ্গনয়ারী কেন্দ্রে চাল,ডাল ওজনে কম দেওয়ার অভিযোগে

বেঙ্গল মিরর, কল্যাণ ও উজ্জ্বল দাসগুপ্ত : লাউদোহার বনগ্রাম অঙ্গনয়ারী কেন্দ্রে চাল,ডাল ওজনে কম দেওয়ার অভিযোগে বেশ কিছুক্ষণ অভিভাবকরা অঙ্গনয়ারী কেন্দ্রের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ।অভিভাবকরা জানান দীর্ঘদিন ধরে ওজনে কম দিচ্ছে খাদ্যসামগ্রী আজও কম দিচ্ছিলো।ওজনে ২থেকে ৩০০গ্রাম করে কম দেওয়া হচ্ছিলো বলে জানান।তারপর তারা অঙ্গনয়ারী কেন্দ্রের কর্মীদের সঠিক খাদ্য সামগ্রী দেওয়ার কথা জানান এবং অঙ্গনয়ারী কেন্দ্রের কর্মীরা জানান এই ওজনদাঁড়ি তাদের অফিস থেকে দেওয়া হয়েছে এই ওজনদাঁড়ি,অভিবাবকরা যখন বাড়ীতে নিয়ে গিয়ে ওজন করছেন তখন কেজিতে ২থেকে ৩০০গ্রাম করব কম পাচ্ছেন।সঠিক খাবার দেওয়ার জন্য বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় এবং খাদ্য সামগ্রী নেওয়া বন্ধ করে দেয় অভিভাবকরা।

Leave a Reply