BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো বলেরো গাড়ি

অল্পের জন্য প্রানে রক্ষা পাই বলেরো তে থাকা ৪জন যাত্রী

বেঙ্গল মিরর, কৌশিক মুখার্জী, কুলটি:- আসানসোলের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির সবনপুর বামনা মোড় বাইপাস ২নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলো একটা চার চাক্কা বলেরো গাড়ি।অল্পের জন্য প্রানে রক্ষা পাই বলেরো তে থাকা ৪জন যাত্রী।
এই বলেরো গাড়িটি বিহার থেকে আসানসোলের কুলটি যাচ্ছিলো বলে জানা যাই।ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ এসে গাড়িতে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে ও বলেরো গাড়িটি রাস্তা থেকে সাইড করে।সেরকম কারো চোট না লাগেলে অল্পের জন্য রক্ষা পাই গাড়িতে থাকা ৪জন.

Leave a Reply