ASANSOL

রেলপারে জুয়ার আড্ডায় অভিযান, গ্রেফতার ৪

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল উত্তর থানার পুলিশ রেলপার অঞ্চলে অভিযান চালিয়ে চারজন জুয়াড়িকে গ্রেফতার করেছে। সূত্র মারফত প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রেলপারের জাহাঙ্গীরি মহল্লার কাছেই হাজীনগর এলাকায় অভিযান চালায়। ওই সময় পুলিশকেও প্রতিরোধের মুখে পড়তে হয়। এসব সত্ত্বেও পুলিশ চারজন অভিযুক্তকে গ্রেফতার করে। চারজন অভিযুক্ত হলেন মোহাম্মদ হাসিম, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ শাহদাত, অশোক যাদব। প্রথম দুই অভিযুক্ত হেলপারের হাজিনগর এলাকার বাসিন্দা। তৃতীয় জন উত্তর থানা এলাকার জিকরা মসজিদ এলাকার এবং চতুর্থ জন রামকৃষ্ণ ডাঙ্গাল এলাকার বাসিন্দা।

ধৃতদের বিরুদ্ধে ওয়েস্টবেঙ্গল গ্যাম্বলিং অ্যান্ড প্রাইজ কম্পিটিশন অ্যাক্ট ( ১৯৫৭) এর ৩,৪ নং ধারায় মামলা (কেস নং ২২৪/২০২১) রুজু করে শুক্রবার সকালে আদালতে তোলা হয়।
পুলিশ আধিকারিক সূত্র অনুযায়ী জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই অঞ্চলের মানুষের থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিল। আর এর পরেই ব্যবস্থা নেওয়া হয়।

पुलिस स्टिकर लगे वाहन के धक्के युवक जख्मी, स्थिति नाजुक

लोकल ट्रेनों पर 30 अगस्त तक रोक, नाइट कर्फ्यू में रात 11 तक यातायात छूट 

निगम पर 600 करोड़ का बोझ ! चेयरपर्सन और पूर्व मेयर में जुबानी जंग

Leave a Reply