KULTI-BARAKAR

গাঞ্জা ও নগদ টাকা সহ এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কুলটি থানার সাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সাকতোড়িয়া বাজার এলাকা থেকে এক মহিলাকে গাঞ্জা সহ গ্রেপ্তার করে।ধৃত মহিলার নাম তারা পাসওয়ান।মহিলার কাছ থেকে উদ্ধার হয় সাত কেজি চারশো গ্রাম গাঞ্জা সাথে ৬৪ হাজার ১৫০ টাকা নগদ ও একটি মোবাইল ফোন।পুলিশ সূত্রে খবর ধৃত মহিলা গাঞ্জা পুরুলিয়া জেলার পারবেলিয়া অঞ্চলে পাঁচার করার উদ্যেশে ছিলো

।এই খবর একই সাথে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের কাছেও ছিলো তারাও একযোগে হানা দেয় বলে খবর।ধৃত ঐ মহিলাকে আজ কুলটি থানা থেকে আসানসোল আদালতে তোলা হয়।ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply