BARABANI-SALANPUR-CHITTARANJANBengali News

Breaking : পথ দুর্ঘটনায় মৃত এক মহিলা

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি :– বারাবনি থানা অন্তর্গত কেলেজোড়া প্রাইমারি স্কুলের কাছে দুর্ঘটনায় মৃত্যু হল 60 বছরের আদিবাসী মহিলার। মহিলার নাম গৌরী কোরা। সে নিজের ছেলের বাইকে চেপে মেয়ের বাড়ি যাচ্ছিল। সেই সময়ে ডাম্পার চলে আসে এর ফলে ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌরীর। স্থানীয় মানুষের অভিযোগ যে তারা বিভিন্ন সময়ে এধরনের একসিডেন্ট এখানে হয়। কিন্তু প্রশাসনের দেখার কোন নাম নেই।



Leave a Reply