ASANSOLPANDESWAR-ANDAL

RTA সদস্য হলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : : রাজ্য সরকার সড়ক পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) সদস্য হিসেবে পান্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে নিয়োগ করেছে। উল্লেখ্য, এর আগে ভি শিবদাসন দাসু আরটিএর সদস্য ছিলেন। তৃতীয়বারের মতো তৃণমূল সরকার গঠনের পর বিভিন্ন সরকারি কমিটিতেও পরিবর্তন আসছে। ‘আরটিএ’ সদস্যের পদে ভি শিবদাসন ওরফে দাসুর পরিবর্তে নতুন দায়িত্বে দেওয়া হয়েছে
পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে।

রাজনৈতিক মহলে একটি আলোচনা চলছে যে জিতেন্দ্র তিওয়ারিকে পাণ্ডবেশ্বরে পরাজিত করার জন্য নরেন্দ্রনাথ চক্রবর্তী পুরস্কার হিসেবে এই পদটি পেলেন। নরেন্দ্রনাথ চক্রবর্তী আরটিএ সদস্য হওয়ার জন্য তাকে সন্তোষ পাসোয়ান, বীর বাহাদুর সিং , ইউনিয়ন নেতা রাজু আহলুওয়ালিয়া, বিশ্বরূপ দত্ত রায় শিক্ষক নেতা মুকেশ ঝা অভিনন্দন জানিয়েছেন।

बालू संकट का समाधान जल्द, डीएम ने व्यवसायियों को दिया आश्वासन

Leave a Reply