PANDESWAR-ANDAL

পাণ্ডবেশ্বর বিধানসভার পূজা প্যান্ডেলগুলির উদ্বোধন করলেন সায়নী ঘোষ ও নরেন্দ্রনাথ চক্রবর্তী

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত: পান্ডবেশ্বর-বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে আকর্ষণীয় পুজোর আয়োজন করা হয়েছে। পান্ডেশ্বরের বিধায়ক তথা আরটিএ সদস্য নরেন্দ্রনাথ চক্রবর্তী বিভিন্ন স্থানে পূজা প্যান্ডেলের উদ্বোধন করেন। বিভিন্ন এলাকার হাজার হাজার দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বেঙ্গল মিররের মাধ্যমে সরকারি নির্দেশ মেনে সকলের কাছে উৎসব উপভোগ করার আবেদন জানান। তিনি বলেন, আসুন সবাই মিলে করোনা কে পরাজিত করি। একই সময়ে, অভিনেত্রী তথা যুব তৃণমূল( TMYC) রাজ্য সভানেত্রী সায়নি ঘোষও পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার পূজা প্যান্ডেলের উদ্বোধন করেন।

Sri Narendrnath Chakraborty, MLA, Pandabeswar & Member RTA

शिल्पांचल में दुर्गापूजा पंडालों का उद्घाटन,  दर्शनार्थियों को कर रहे आकर्षित 

Leave a Reply