PANDESWAR-ANDAL

পান্ডবেশ্বর ব্লকে উদ্যান পালন সপ্তাহ কর্মসূচি শুরু হল

বেঙ্গল মিরর, আসানসোল – দুর্গাপুর, সৌরদীপ্ত সেনগুপ্ত :“উদ্যান পালন” সপ্তাহ কর্মসূচি শুরু হল পান্ডবেশ্বর ব্লকে ।পশ্চিমবঙ্গ সরকার তথা জেলা উদ্যান পালন দপ্তরের উদ্যোগে এই উদ্যান পালন সপ্তাহ পালন। অনুষ্ঠানটি পাণ্ডবেশ্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের সভাগৃহে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় ,পশ্চিম বর্ধমান জেলা উদ্যান পালন দফতরের আধিকারিক সোণালী দে,পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস ,পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কিরীটি মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ । ওই উদ্যান পালন সপ্তাহটি ২২-২৭ আগস্ট অবধি এই কর্মসূচিটি প্রত্যেকটি ব্লকে ব্লকে চলবে । এই অনুষ্ঠানে বিধায়ক সহ প্রত্যেক আধিকারিক কৃষকদের হাতে একটি করে চারাগাছ তুলে দেন ।

অনুষ্ঠান প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন যে, “মূলত এলাকার প্রত্যেকটি মানুষকে উদ্যান, প্রকৃতি সম্পর্কে অবহিত করাই মূল উদ্দেশ্য ।এবং কৃষিকাজের সাথে যুক্ত প্রত্যেকটি মানুষকে বিকল্প রুজির সন্ধানের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা। মাননীয়া মুখ্যমন্ত্রী চাইছেন কী যে পশ্চিমবঙ্গের প্রতিটি এলাকা শস্য শ্যামলায় হয়ে উঠুক।”

Leave a Reply