ASANSOLASANSOL-BURNPURBARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKARPANDESWAR-ANDALRANIGANJ-JAMURIA

ADPC এর ৮৩ জন সাব-ইন্সপেক্টর রদবদল, আসানসোল মহিলা থানা ও ট্রাফিক ওসি বদলি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: ADPC এর ৮৩ জন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক রদবদল। আসানসোল মহিলা থানার ওসি এবং ট্রাফিক ওসি বদল করা হয়েছে। একই সঙ্গে আসানসোল মহিলা থানার নতুন ওসি হলেন পিয়ালী জানা।বর্তমান আসানসোল মহিলা থানার ওসি অর্পিতা মজুমদারকে শক্তি টিম ইনচার্জ করা হয়েছে। আসানসোল সাউথ ট্রাফিকগার্ড ওসি চিন্ময় মন্ডলকে আসানসোল পুলিশ লাইনের ট্রেনিং সেলে পাঠানো হয়েছে। আসানসোল দক্ষিণ পিপি ট্রাফিক ইনচার্জ মনোজ সিং ঠাকুরকে ট্রেনিং সেলে পাঠানো হয়েছে। মালনদিঘী ও কেন্দা ফাঁড়ির ইনচার্জও বদল করা হয়েছে।

Leave a Reply