ASANSOL

DYFI এর রাজ্য সম্মেলনকে সামনে রেখে ম্যারাথন

বেঙ্গল মিরর, আসানসোল ঃ ভারতের গণতন্ত্রিক যুব ফেডারসেন পক্ষ থেকে ১৮ নম্বর শাখার উদ্যোগে মেরাথন দৌড়ের আয়েজন করা হয়। , আসানসোল দক্ষিণ বিধানসভার ৮৫ নাম্বার ওর্য়াড এর মহীশিলা এলাকায় মেরাথন দৌড়ের আয়েজন করা হয়।

ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা

মহিশীলা বয়েস হাই স্কুল থেকে মহিশীলা তিন নম্বর হয়ে ক্ষুদিরাম মোড়ে এসে শেষ হয়েছে। ছাত্র ছাত্রী মিলিয়ে প্রায় ৪০ জন এই দৌড়ে অংশ গ্রহণ করে। , সামনে DYFI ২৩ তম সম্বেলন কে মাথায় রেখে এই কর্মসূচি করা হয় বলে জানান স্থানীয় নেতা পিজুস দত্ত।

Leave a Reply