রানীগঞ্জে একদিনে রেকর্ড অ্যারেস্ট ১৭১
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : এ যেন একদিনে ১৭১ জন দুষ্কৃতকারীদের গ্রেফতার করে রেকর্ড গড়লো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ থানার পুলিশ। যেখানে এদিন আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ, আর তার সাথেই, জামতড়া গ্যাঙের দুষ্কৃতিকে প্রতারণার জন্য করা হলো গ্রেপ্তার। একইভাবেই বাড়িতে চুরির ঘটনায় যুক্ত থাকা অভিযুক্তকে গ্রেফতার করে উদ্ধার করা হলো কিছু চুরি যাওয়া সামগ্রী। সেখানেই জুয়ার ঠেক থেকে তিন পৃথক স্থানে, পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেফতার করা হলো ১১ জন জুয়াড়ি কে গ্রেফতার করা হয় , আর তার সাথেই বিভিন্ন ছোটখাট চুরির ঘটনায় যুক্ত থাকার অপরাধে সাত অভিযুক্ত কে গ্রেফতার করে পুলিশ। আর অন্যায় ভাবে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয় ১৩৮ জনকে। আর অবৈধ ভাবে দেশি মদ বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে, উদ্ধার করা হয় ২১ লিটার দেশি মদ। আর এই সকলের সাথেই বিভিন্ন অভিযোগে ওয়ারেন্ট থাকা ১১ জন ব্যক্তিকেও গ্রেফতার করে পুলিশ। সব মিলিয়ে এই সংখ্যা দাঁড়ায় ১৭১ জনে।




জানা গেছে এই সকল ঘটনায় রানীগঞ্জ থানার পুলিশ রানীগঞ্জ থানায় এলাকার বিভিন্ন অংশ থেকে তাদের গ্রেপ্তার করে। যার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো আগ্নেয়াস্ত সহ গ্রেফতার হওয়া দুষ্কৃতী সৌরভ সিংহ ওরফে ফুচকা নামের এই দুষ্কৃতীর কাছে, একটি একনোলা দেশি পাইপ গান সহ একটি তাজা কার্তুজ 3 নট থ্রি সহ গ্রেফতার। জানা গেছে ধৃত এই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে বল্লভপুর পেপার মিলের পরিত্যক্ত কোয়ার্টারে দুষ্কৃতিমূলক কাজের জন্য জড়ো হওয়ার সময়, রানীগঞ্জ থানা ইন্সপেক্টর বিকাশ দত্তর নেতৃত্বে বল্লভপুর ফাঁড়ির আইসি সৌমেন ব্যানার্জী, গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। উদ্ধার হয় তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র।
সেখানেই জামতড়া গেংয়ের প্রতারক মিহিজাম থানার, জামতড়ার, গড়াইয়ার বাসিন্দা সাগর দাস যে পূর্বেই প্রতারণার সঙ্গে যুক্ত হয়ে মিহিজাম থানার পুলিশের হাতে ধরা পড়ে এক ব্যক্তিকে ফোন করে প্রতারণার অভিযোগে, সেই ফোন নাম্বারের থেকেই এর আগে ২০২৪ সালের ২৭ জুলাই রানীগঞ্জের কলেজ পাড়ার বাসিন্দা ইসিএল কর্মী সুধীর কুমারের কাছে অ্যাক্সিস ব্যাংকের পার্সোনাল লোন মেটানো হয়নি এই দাবি করে কেওয়াইসি রিফ্রেস করার নামে তার ওটিপি জেনে নিয়ে দেড় লক্ষ টাকা প্রতারণা করে, সেই খবর সে সময় ওই প্রতারণায় আক্রান্ত হওয়া ব্যক্তি রাণীগঞ্জ থানায় দিলে রানীগঞ্জ থানার পুলিশ সেই বিশেষ ফোন নাম্বার খুঁজে বের করে সেই নাম্বারের ফোন জামতাড়া থানার পুলিশ প্রতারণার জন্য বাজেয়াপ্ত করে রেখেছে জানতে পেরে সেই অভিযুক্তর খোঁজ তল্লাশি করে সেই অভিযুক্তকে শনিবার রানীগঞ্জের নিচু পাঞ্জাবি মোড় এলাকায় আত্মগোপন করে রয়েছে বলেই জানতে পেরে সেখানে অতর্কিত অভিযান চালিয়ে গ্রেফতার করে সাগর দাস নামের ওই ব্যক্তিকে। রবিবার পুলিশ ধৃত ওই ব্যক্তিকে আসানসোল জেলা আদালতে হাজির করলে বিচারক আগামীতে তাকে জিজ্ঞাসাবাদ করে আরো অন্য সকল তথ্য সংগ্রহের জন্য পুলিশের আবেদন অনুসারে তাকে ১০ দিনের পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দেন।আর এ সকল সাথেই উল্লেখযোগ্য চুরির ঘটনার কিনারা করতেও তৎপর হয় পুলিশ শনিবারই সেই চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযুক্ত রানীগঞ্জের শহীদ নগর গোসি আমান মহল্লার বাসিন্দা, যুবের খান কে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। জানা গেছে ধৃত এই ব্যক্তি বাঁশড়ার হসপিটাল কমপ্লেক্স এ নূর আলম খান নামে একজন ইসিএল এর একাউন্টেন্টের বাড়িতে বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে চুরির ঘটনা ঘটায়। জানা গেছে ওই খনি কর্মী নিজের স্ত্রীকে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় দশই ফেব্রুয়ারির দুপুরে তার বাড়িতে ঢুকে বেশ কিছু সোনার গহনা, সোনার কয়েন ও ৪০০০ টাকা চুরি করে পালায়। এ বিষয়ে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত ঘটনার অভিযোগ পাওয়ার পরই সোর্স মারফত বিভিন্ন তথ্য সংগ্রহ করে ওই চোরের খোঁজ পেয়ে আটক করে তাকে। ধৃতকে শনিবার আসানসোল জেলা আদালতে হাজির করলে, বিচারক ধৃতকে আগামীতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। এরূপভাবে পুলিশ একদিনে ১৭১ জন ব্যক্তিকে বিভিন্ন অপরাধে যুক্ত থাকায় গ্রেফতার করে রেকর্ড গড়লো।
আর এ সকল সাথেই উল্লেখযোগ্য চুরির ঘটনার কিনারা করতেও তৎপর হয় পুলিশ শনিবারই সেই চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকা অভিযুক্ত রানীগঞ্জের শহীদ নগর গোসি আমান মহল্লার বাসিন্দা, যুবের খান কে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। জানা গেছে ধৃত এই ব্যক্তি বাঁশড়ার হসপিটাল কমপ্লেক্স এ নূর আলম খান নামে একজন ইসিএল এর একাউন্টেন্টের বাড়িতে বাড়ির সদস্যদের অনুপস্থিতির সুযোগে চুরির ঘটনা ঘটায়। জানা গেছে ওই খনি কর্মী নিজের স্ত্রীকে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় দশই ফেব্রুয়ারির দুপুরে তার বাড়িতে ঢুকে বেশ কিছু সোনার গহনা, সোনার কয়েন ও ৪০০০ টাকা চুরি করে পালায়। এ বিষয়ে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর বিকাশ দত্ত ঘটনার অভিযোগ পাওয়ার পরই সোর্স মারফত বিভিন্ন তথ্য সংগ্রহ করে ওই চোরের খোঁজ পেয়ে আটক করে তাকে। ধৃতকে শনিবার আসানসোল জেলা আদালতে হাজির করলে, বিচারক ধৃতকে আগামীতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। এরূপভাবে পুলিশ একদিনে ১৭১ জন ব্যক্তিকে বিভিন্ন অপরাধে যুক্ত থাকায় গ্রেফতার করে রেকর্ড গড়লো।