ASANSOL

মহিশীলা ইস্ট বেঙ্গল ফেন ক্লাবের শতবর্ষ উদযাপন সমারোহ।

বেঙ্গল মিরর আসানসোল,১লা আগষ্ট ঃঃ- করোনা আবহে প্রিয় ক্লাবের শতবর্ষ উদযাপন আসানসোলের মহিশীলায় ৷ আসানসোল পুরনিগমের ৮৫ নং ওয়ার্ডে মহিশীলার শিমূল তলায় ইষ্টবেঙ্গল ফ্যানস ক্লাবের পক্ষ থেকে প্রিয় ক্লাবের জন্মদিনে পতাকা উত্তোলন সহ কেক কেটে উদযাপন করলেন সদস্যরা ৷ প্রিয় ক্লাবের শতবর্ষের জন্মদিনে লাল হলুদ রঙের বেলুম সহ ইষ্ট বেঙ্গল ক্লাবের থেকে দেওয়া জার্সি ও মাস্ক পরে সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করে ৷ প্রিয় ক্লাবের সমর্থক স্থানীয় বাসিন্দা গোপাল দাস জানিয়েছেন করোনা আবহে মহিশীলা ইষ্ট বেঙ্গল ফ্যানস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত সদস্য স্থানীয়দের ক্লাবের লোগো সম্বলিত মাস্ক বিতরণ করা হয় ৷ সাথে মিষ্টি মুখ করে আবির খেলা হয় লাল হলুদের।

Leave a Reply