BARABANI-SALANPUR-CHITTARANJANBengali NewsPolitics

সিপিআইএম বারাবনিতে পথসভা করল

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি: বারাবনি ব্লক সিপিআইএম( CPM) পক্ষ থেকে আজ দোমোহানী হাট তলায় একটি পথসভা করা হল। যেখানে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের জনবিরোধী নীতি নিয়ে ব্যাখ্যা করলেন সিপিএমের নেত্রী মীনাক্ষী মুখার্জি । এছাড়া উপস্থিত ছিলেন অসীম ব্যানার্জি , নকশাল নেতা সুরেন্দ্র কুমার, কংগ্রেস নেতা সুধাকর দত্ত প্রমুখ। 10 দফা দাবি নিয়ে আলোচনা হয়।

Leave a Reply