ASANSOLASANSOL-BURNPUR

আসানসোলের হীরাপুর থানা এলাকায় অস্ত্র তৈরির কারখানার হদিস, চাঞ্চল্য

বেঙ্গল মিরর, কাজল মিত্র :আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানা এলাকায় একটি অস্ত্র কারখানার খোঁজ মেলায় চাঞ্চল্য।কিছুদিন আগেই কুলটি থানার ডিসেরগর থেকে প্রচুর পরিমানে অস্ত্র তৈরি কারখানা উদ্ধারের পর এবার আসানসোল হিরাপুর থানা এলাকায় এই অস্ত্র কারখানার হদিস পাওয়া গেল।জানা গেছে আজাদ নগরের নয়া বস্তি এলাকার একটি বাড়িতে অস্ত্র তৈরি হচ্ছে বলে পুলিশ গোপন খবর পেয়ে হীরাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে কারখানাটির সিজ করে। জানা গেছে যে বিপুল সংখ্যক অস্ত্রও উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক মোহাম্মদ জাবেদ পলাতক বলে জানা গেছে।উল্লেখ্য, গত ছয় মাস ধরে জাভেদের বাড়িতে অস্ত্র তৈরি করা হচ্ছিল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

BURNPUR में आर्म्स फैक्ट्री


তবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকার পরপর ভাবে অস্ত্র কারখানা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে রয়েছে ।অপরদিকে পুলিশ মহলে এক বড় সাফল্য অর্জন করল বলে জানিয়েছেন।তবে এইসকল এলাকায় আরো অস্ত্র কারখানা রয়েছে কিনা সে নিয়ে তদন্ত শুরু করেছে । ডিসিপি অভিষেক মোদী বলেন, হিরাপুর থানায় খবর পাওয়া গিয়েছিল যে জাভেদের বাড়িতে একটি অস্ত্র কারখানা চলছে। পরে পুলিশ অভিযান চালায়। এখানে অস্ত্র তৈরির কিছু জিনিসপত্র ও অস্ত্রও পাওয়া গেছে। দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

झारखंड से कोलकाता जा रही बस में हथियारों का जखीरा, 40 अर्धनिर्मित पिस्तौल समेत 3 गिरफ्तार

डिसरगढ़ में अवैध आर्म्स फैक्ट्री का भंडाफोड़, भारी मात्रा में अवैध हथियार जब्त

Leave a Reply