BARABANI-SALANPUR-CHITTARANJAN

দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে আদিবাসী বাড়িতে খাবার খেলেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সারা রাজ্য জুড়ে চলছে দিদির দুত কর্মসূচি সেই অনুযায়ী বারাবনি বিধান সভার বিভিন্ন পঞ্চায়েত জুড়ে চলছে দিদির দুত কর্মসুচি ।মঙ্গলবার বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েতে “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচি নিয়ে বারি বারি ঘুরলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।এদিন তিনি সর্ব প্রথম সকালেই জোড়বাড়ি কালি মন্দিরে পূজোদেন এবং সবার জন্য মঙ্গল কামনা করেন।তারপর তিনি মন্দির প্রাঙ্গনে এলাকার কিছু বয়স্ক মানুষদের ফুলের তোড়া দিয়ে সন্মান জানান।সেখান থেকে তিনি আইসিডিএস কেন্দ্রে জান সেখান শিক্ষিকা এবং শিশুদের সঙ্গে কথা বলেন।

তারপর জোড়বাড়ি অঞ্চলে পায়ে হেঁটে ঘুরে দেখেন সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে তাদের সুবিধা অসুবিধার কথাগুলি জানেন।সেখানে এক অসুস্থ ব্যাক্তির বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলেন এবং সব রকম ভাবে তার সঙ্গে থাকার আশ্বাস দেন।সেখানে থেকে তিনি জোড়বাড়ির ফ্রী প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন।তারপর তিনি কুণ্ডল পাড়ায় গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের জিজ্ঞাসা করেন রাজ্য সরকারের প্রকল্পগুলি তারা পাচ্ছে কি না।যারা পাচ্ছে না তাদের দিদির দূত অ্যাপের মাধ্যমে আবেদন করার কথাও জানান।

সেখান থেকে তিনি টাবাডি আদিবাসী গ্রামে যান সেখানে মানুষের সমস্যার কথা শুনেন।তারপর তিনি হলুদকানালি গ্রামের আইসিডিএস কেন্দ্র পরিদর্শন করেন।সেখান থেকে মালবহাল গ্রামের নরেশ সোরেনের বাড়িতে দুপরের মধ্যাহ্নভোজন করেন । তিনি ভাত ডাল,ফুলকফির সবজি,ও মাছের ঝোল খেয়ে দুপুরের খাবার সারেন ।সেখান থেকে খাবার সেরে আছড়া পঞ্চায়েত কার্যালয়ে সেখানে পঞ্চায়েত কর্মীদের সঙ্গে কথা বলেন ও পঞ্চায়েত কার্যালয় পরিদর্শন করেন।তারপর আছাড় স্কুলে পরিদর্শন করবেন।সেখান থেকে নেতাজী কলোনিতে পথসভা এবং পল্লীমঙ্গল ক্লাবে কর্মীসভা করেন।সেখানে থেকে তৃণমূল কর্মী আশুতোষ তেওয়ারীর বাড়িতে রাতের ভোজন করে সারাদিন এর কর্মসূচি সারেন ।

Leave a Reply