LatestWest Bengal

রাজ্যে ৬ এসপি সহ ১৬ আইপিএস আধিকারিক রদবদল

বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত : ছয় জেলা পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের ১৬ জন আইপিএস সহ ১৭ জন সিনিয়র পুলিশ আধিকারিককে বদলি করার নির্দেশ জারি করা হয়েছে। রাজেশ কুমার যাদবকে আইজি এসটিএফ থেকে কলকাতা পুলিশের এডিশনাল সিপি করা হয়েছে। বৈভব তিওয়ারিকে বাঁকুড়ার এসপি, পুষ্পাকে বারুইপুরের এসপি, সায়ক দাসকে সিআইডিতে পাঠানো হয়েছে। এদিকে হলদিয়ার এডিশনাল এসপি পার্থ ঘোষকে দার্জিলিঙে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার হিসেবে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন পুলিশ আধিকারিকদের তালিকা

Leave a Reply