ASANSOL

আসানসোল জেলা হাসপাতালে রোগীদের ফল বিলি রামকৃষ্ণ মিশন ও প্রাক্তনী সংসদদের

উপলক্ষ্য স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী ও ৪১ তম যুব দিবস

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ রবিবার ১২ জানুয়ারি স্বামী* বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবস  ও ৪১তম জাতীয় যুব দিবস পালন করা হবে। এই উপলক্ষে আজ ১১ জানুয়ারি শনিবার আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম ও আসানসোল রামকৃষ্ণ মিশন প্রাক্তনী সংসদের উদ্যোগে আসানসোল জেলা হাসপাতালে ৬০০ র বেশী রোগী ও প্রসূতি মা, শিশুদের মধ্যে ফল  বিতরণ হয়।


ছিলেন স্বামী ভারুপানন্দজী মহারাজ, স্বামী আদিত্যাভানন্দজী মহারাজ, স্বামী অনীশানন্দজী মহারাজ, স্বামী সিদ্ধানন্দজী মহারাজ , ব্রহ্মচারী কৌশিক মহারাজ ও ব্রহ্মচারী কুন্দন মহারাজ। এর সাথে ছিলেন ডাঃ অমিত মুখোপাধ্যায় সহ আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *