জামালপুর হাটে বিক্রেতা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন আরজেএসপি সর্বভারতীয় সভাপতি এবং দেব টিভির কর্ণধার দেবকুমার চ্যাটার্জি
বেঙ্গল মিরর , বর্ধমান: করোনার ফলে লকডাউন চলাকলীন পরিস্থিতিতে প্রথম থেকেই অসহায় দরিদ্র মানুষদের কখনো অর্থ কখনো খাদ্যসামগ্রী দিয়ে পর্যায়ক্রমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আরজেএসপি সর্বভারতীয় সভাপতি ও দেব টিভির কর্ণধার দেবকুমার চ্যাটার্জি।নিমতা অঞ্চলের বাসিন্দা দেবকুমার বাবু শুধু নিমতা অঞ্চলের মানুষের পাশেই নয় দাঁড়িয়েছেন বিরাটি,নৈহাটি, বর্ধমান,ভাটপাড়া ও পুরুলিয়ার হাজার হাজার মানুষের পাশে।
তবে দিনের পর দিন লকডাউন বেড়ে চলার সাথে সাথেই দেবকুমার বাবু পৌঁছে যাচ্ছেন আরো অসহায় মানুষের পাশে। অর্থ ও খাদ্যসামগ্রী দেওয়ার পর এবার বর্ধমান জেলার জামালপুর হাটে বিক্রেতা ও ক্রেতা মিলিয়ে প্রায় ৩০০ জন সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেন দেবকুমার বাবু। করোনার যুদ্ধে এইভাবেই অসহায় মানুষের পাশে একজন মানুষ হিসাবে সবসময় দাঁড়াতে চান বলেও তিনি জানান।