ASANSOLKULTI-BARAKAR

কুলটি বাঁচাও এর ডাকে মহামিছিল সিপিএমের

cpm julus
cpm julus

বেঙ্গল মিরর, প্রকাশ দাস, কুল্টিঃ কুলটি বাঁচাও এর ডাকে আসানসোলের কুলটিতে মহা মিছিল করল সিপিএম। এদিন কুলটির শ্রীপুর মোড় থেকে মিছিল শুরু হয়ে জিটি রোড হয়ে নিয়ামতপুরে শেষ। এই মিছিলে সিপিএম এর প্রচুর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। কুলটিতে ফ্লাইওভার নির্মাণ, কোভিড হাসপাতাল, স্কুল কলেজের ফি মুকুব, কল কারখানায় বেকার যুবকদের কর্মসংস্থান সহ 15 দফা দাবিতে এই মিছিল করা হয়েছে। এই মিছিলের মাধ্যমে বিজেপি ও তৃণমূল কে কটাক্ষ করেন সিপিএম নেতৃত্বরা।

Leave a Reply