ASANSOLBengali NewsKULTI-BARAKAR

INDIA POWER আইন না মেনে কাজ করছে, অভিযোগ WBSEDCL এর

বেঙ্গল মিরর, কুুলটি: INDIA POWER আইন না মেনে কাজ করছ, অভিযোগ WBSEDCL এর । রাজ্য বিদ্যুৎ পরিষদ ও বেসরকারি বিদ্যুৎ সংস্থা India Power মধ্যেেে বচসা । রাজ্য বিদ্যুৎ পর্ষদের বক্তব্য আইন না মেনেই ইন্ডিয়া পাওয়ার নিজের ইলেকট্রিকের তার লাগাচ্ছে। সেই নিয়ে বচসা।

রাজ্য বিদ্যুৎ পর্ষদ বনাম বেসরকারি বিদ্যুৎ সংস্থা। অন্যদিকে বেসরকারি বিদ্যুৎ সংস্থা ইন্ডিয়া পাওয়ার এর বক্তব্য রাজ্য বিদ্যুৎ পর্ষদের লোকের মধ্যে চেপে ইন্ডিয়া পাওয়ারের লাইন কেটে দিচ্ছে। তাদের বক্তব্য অল্প পয়সায় বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাচ্ছে সেই কারণে এরা বিনা পারমিশনে লাইন কেটে দিচ্ছে।পাশাপাশি রাজ্য বিদ্যুৎ পর্ষদের বক্তব্য যাতে আমাদের মেইনটেনেন্স এর অসুবিধা না হয় সেই কারণে আমরা এই কাজ বন্ধ করেছি। তবে পুলিশকে অভিযোগ জানিয়েছি।

Leave a Reply