ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKAR

বেসরকারি কারখানার ঠিকা কোম্পানিতে কর্মরত ১৩০ জন শ্রমিকদের মাথায় চিন্তার ভাঁজ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- কাজ করে বেতন না মেলায় শর্মিকদের মাথায় চিন্তার ভাঁজ অভিযোগ আসানসোলের কুলটিথানার অন্তর্গত কদভিটা এলাকার এক বেসরকারকারি ইম্পেক্সফেরটেক নামে কারখানার পাওয়ারপ্লান্টে ঠিকাদার কোম্পানি এনমাসইন্ডিয়া নামে ওই কোম্পানির আন্ডারে ঠিকাশর্মিকের কাজ করতেন ১৩০ জন শর্মিক বলে জানান শ্রমিকরা।এরপর ওই শ্রমিকদের দুমাসের বকেয়া বেতন না দিয়ে ওই ঠিকাদার কোম্পানি টি পালিয়ে যাই।

এরপর শ্রমিকরা জানতে পারে যে ওই ঠিকাদার কোম্পানি তাঁদের বকেয়া বেতন না দিয়ে কোম্পানি ওই কারখানা ছেড়ে পালিয়ে যাই।তার পরে শ্রমিকরা বিষয়টি জানতে পেরে চৌরাঙ্গিফাঁড়ির পুলিশ কে ঘটনাটি জানান এবং শুক্রবার অর্থাৎ আজ চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ওই পালিয়ে যাওয়া ঠিকা কোম্পানির সাথে যোগাযোগ করে এবং ওই ঠিকা কোম্পানি ও শ্রমিকরা তাঁদের বকেয়া বেতন বিষয় নিয়ে আলোচনা হয় বলে খবর সূত্রে জানা যাই।তবে পুজোর সময় বেতন না মেলায় অসুবিধাতে শ্রমিকরা পরিবার।

Leave a Reply