ASANSOL

আসানসোলে মাস্ক ছাড়াই স্টেশনে, কড়াকড়িতে টিকিট পরীক্ষকের সঙ্গে ধস্তাধস্তি, ২০ জনকে জরিমানা

বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ১ নভেম্বরঃ রাজ্য সরকারের অনুমতির পরে রবিবার থেকে রাজ্যে প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হয়েছে। আর সোমবার সকালে মাস্ক ছাড়া যাত্রীদের আটক করা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লো আসানসোল স্টেশনে।
রেল সূত্রে জানা গেছে, এদিন সকালে বেশ কয়েকজন মাস্ক ছাড়াই স্টেশনে ঢুকে পড়ে। সেই সময় সেখানে থাকা টিকিট পরীক্ষকরা তাদেরকে আটকায় ও তাদেরকে মাস্ক ছাড়া স্টেশনে ঢোকার কারণ জানতে চান। সদুত্তর দিতে না পারায় তাদেরকে জরিমানা দিতে বলেন টিকিট পরীক্ষকরা।

Railway Station

কিন্তু, তারা সেই জরিমানার টাকা দিতে অস্বীকার করার পাশাপাশি টিকিট পরীক্ষকের ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। তখন টিকিট পরীক্ষকরা তাদেরকে ধরতে গেলে ধস্তাধস্তি হয়। তখন সেখান থাকা আরপিএফ কর্মীরা তাদেরকে আটক করে। জানা গেছে, এদিন ২০ জনকে মাস্ক ছাড়া যাত্রীকে আটক করা হয়। ২০০ টাকা করে প্রত্যেকের কাছ থেকে জরিমানা আদায়ের পরে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
রেলের তরফে বলা হয়েছে, কেউ মাস্ক ছাড়া স্টেশনে ট্রেন ধরতে আসবেন না। সবাইকে করোনাবিধি মেনে ট্রেনে ভ্রমণ করতে হবে।

West bengal में Property खरीदनेवालों को बड़ी राहत, ममता सरकार का निर्देश जारी 

SAIL PAY REVISION NEWS : अधिकारी मस्त, कर्मचारी पस्त !

Asansol-Burdwan के बीच 12 जोड़ी Memu Trains, देखें Time Table

Leave a Reply