ASANSOLKULTI-BARAKAR

ড্রাগস সহ দুজন যুবক গ্রেফতার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুর থেকে শনিবার রাত্রে গোপনসূত্রে খবর পেয়ে নিয়মতপুর ফাঁড়িরপুলিশ অভিযান চালিয়ে ড্রাগস্ সহ দুজন যুবক কে গ্রেফতার করে সাথে একটি নম্বর বিহীন বাইক আটক করাহয়েছে ।জানাগেছে ওই ধৃতদের নাম রাহুলদাস ও রাজরজক ধৃতরা ঐ এলাকার স্থানীয় বাসিন্দা বলে যানা গেছে ।

ধৃতদের কাছ থেকে প্রায় ছয় গ্রাম ড্রাগস্ উদ্ধার হয় ।রবিবার ধৃতদের আসানসোল আদালতে তোলাহয়।তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে খবর।ঘটনার তদন্তে নিয়মতপুর ফাঁড়ির পুলিশ ।

Leave a Reply