ASANSOL-BURNPUR

অটল স্মৃতি সম্মান, 2019″ পুরস্কার পেলেন বিশিষ্ট সমাজসেবী ও DEB TV কর্ণধার শ্রী দেব কুমার চট্টোপাধ্যায়

বেঙ্গল মিরর, দিল্লি :   দেশের” শান্তি ও সম্প্রীতি “রক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য আজ দিল্লিতে , প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ীর জন্মদিনের প্রাক্কালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মুরলী মনোহর যোশীর  হাত থেকে “অটল স্মৃতি সম্মান, 2019” পুরস্কার পেলেন বিশিষ্ট সমাজসেবী ও DEB TV কর্ণধার শ্রী দেব কুমার চট্টোপাধ্যায়।

Leave a Reply