BARABANI-SALANPUR-CHITTARANJAN

কল্যানেশ্বরী এলাকায় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

বেঙ্গল মিরর, সালানপুর, মনোজ শর্মা ও রিকি বাল্মিকী ঃ- সালানপুর ব্লকের মা কল্যানেশ্বরী এলাকায় বিজেপির কার্যালয়ে কেক কেটে পালন করা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন।
এইদিন বিজেপি নেতা মনোজ তেওয়ারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবির সামনে কেক
কেটে সকলকে মিষ্টি মুখ করিয়ে ধুমধাম করে জন্মদিন পালন করেন।


এই জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জিতেন রাজওয়ার, মবিন খান,রামচন্দ্র সাউ,নিমাই রায়,সন্তোষ গৌড়া সহ আরো অনেকে। 2021 এর নির্বাচনে এই এলাকা থেকে বিজেপিকে বহু ভোটে লিড দেওয়ার অঙ্গীকার করে উপস্থিত কর্মীরা।।

Leave a Reply