ASANSOL

বাস থেকে মহিলার চুরি যাওয়া ব্যাগ উদ্ধার করল দক্ষিণ থানার পুলিশ, ছিলো টাকা সহ মূল্যবান নথিপত্র

বেঙ্গল মিরর, আসানসোল: আসানসোল থেকে রঘুনাথপুর গামি বাস এ আসানসোল নিবাসী কল্পনা সর্দার এর আজ দুপুর ১টা নাগাদ রঘুনাথপুর বাসে ব্যাগটি চুরি হয়, ব্যাগে ছিলো 15000 টাকা অনেক দরকারি মূল্যবান নথিপত্র ছিলো, আসানসোল দক্ষিণ থানার বিশেষ দল PC party সিভিক পুলিশ এর তৎপতাই সহযোগিতায় চোর টি ধরা সম্ভব হয় ও মহিলার ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়, ব্যাগটি ফেরত পেয়ে মহিলাটি অত্যন্ত খুশি

তিনি ভাবতেই পারেননি যে তার চুরি হওয়া ব্যাগ এতো জলদি উদ্ধার করা সম্ভব, তিনি তার মেয়ের বাড়ি যাচ্ছিলেন রঘুনাথপুর বাৎসরিক কাজের টাকা নিয়ে ফেরত পেয়ে অনেক ধন্যবাদ জানাই আসানসোল দক্ষিণ থানা পিসি পার্টি সিভিক পুলিশ কর্মীরা আপনার সাথে আছে আপনার পাশে আছে সাবধান হন সতর্ক থাকুন।

Leave a Reply