BARABANI-SALANPUR-CHITTARANJAN

চাকরির দাবিতে তৃণমূলের ছাত্র পরিষদের বিক্ষোভ

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লকের Puchra গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ন পাড়া একটি বারুদ ফ্যাক্টরি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্লোসিভ প্রাইভেট লিমিটেড এইখানে আজ চাকরির দাবিতে তৃণমূলের ছাত্র পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় এবং গ্রামের মানুষকে চাকরি দিতে হবে এই দাবি নিয়ে সরব হয় ফ্যাক্টরির গেটে এবং সকাল থেকেই কাজ বন্ধ করে দেয়া হয়

কোন গাড়ি ভেতরে ঢোকা বাইরে বেড়ানো এবং যেসব কর্মীরা কাজ করে তাদেরকে কাজ করতে নিষেধ করা হয় উপস্থিত ছিলেন ছাত্রনেতা শচীন বাউরী এছাড়া উপস্থিত ছিলেন puchra গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিশ্বজিৎ বাউরী এখন অব্দি মালিক পক্ষ থেকে কোন খবর আসেনি স্থানীয়দের কি করা হবে চাকরি পাবে কিনা

Leave a Reply