BARABANI-SALANPUR-CHITTARANJAN

পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে বাবাসাহেবের মৃত্যু দিন পালন

বেঙ্গল মিরর,মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লকের পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির পক্ষ থেকে 65 তম ডাক্তার ভীমরাও আম্বেদকর এর মৃত্যু দিন পালন করা হলো যেখানে উপস্থিত ছিলেন আম নালা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জনাব জামাল উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অজিত দাশ সহ-সভাপতি শ্রীকান্ত বাউরী বিশিষ্ট সমাজসেবী আস্তিক দাস গণেশ বাউরী ও সংগঠনের সমস্ত সদস্যরা সভাতে আম্বেদকর এর বিভিন্ন দিকের দিকে আলোচনা সভা হয় এবং মালা দেয়া হয় ফটোতে .

Leave a Reply