West Bengal

ন্যাশনাল সেলফ এমপ্লয়মেন্ট কাউন্সিলের ” সেফটি জ্যাকেট ” এর উদ্বোধন

বেঙ্গল মিরর, কোলকাতা ঃ আজ কোলকাতা র প্রগ্রেসিভ হল এ ন্যাশনাল সেলফ এমপ্লয়মেন্ট কাউন্সিলের ” সেফটি জ্যাকেট ” এর উদ্বোধন করলেন NSEC এর CO – CHAIRMAN মিহির কুমার দাস l উপস্থিত ছিলেন NSEC এর চেয়ারম্যান শ্রী দেব কুমার চ্যাটার্জী, CEO বিনয় কুমার মালিক, মানব চ্যাটার্জী, শঙ্কর মন্ডল, আলিমুদ্দিন নাজির,সোমনাথ ঘোষ, ইব্রাহিম শেখ, চন্দন মন্ডল, মুরারি মোহন কর্মকার, আনন্দ সোরেন, পুলক ঘোষ ও অন্য ব্যক্তি বর্গরা।

Leave a Reply