RANIGANJ-JAMURIA

বালি পরিবহন কে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল রানীগঞ্জে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : ( Asansol Raniganj News Today ) বালি পরিবহন কে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হল রানীগঞ্জের তিরাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন এলাকার বেশ কিছু মহিলা তিরাট গ্রামের 14 নম্বর এলাকায় অনিয়ন্ত্রিতভাবে ট্রাক্টর চালাচ্ছেন এই দাবি করে বালি পরিবহনকারী ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখায়। এই সময়কালে ওই এলাকা দিয়ে যাওয়া পঞ্চায়েত সদস্য সুবীর ব্যানার্জি ও তৃণমূলের আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যা রানীগঞ্জ গ্রামীণ এলাকায় হিসেবে চিহ্নিত সেই এলাকায় ব্লক সভাপতি দেবু দাস বেশ কয়েকজন সদস্যদের সঙ্গে নিয়ে বিষয়টি প্রত্যক্ষ করে তা বি.এল.আর.ও দপ্তরের কাছে জানান দিয়ে ও পুলিশ প্রশাসনকে জানিয়ে গাড়ি গুলিকে আটক করান।

পুলিশ প্রশাসন নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গাড়ি গুলিকে আটক করে। এরপর বি.এল.আর.ও দপ্তর আধিকারিক ওই ট্রাক্টর গুলিতে অধিক পরিমাণ বালি নিয়ে যাওয়ার বিষয় লক্ষ্য করে কয়েকটি ট্রাক্টর মাত্রা অতিরিক্ত বালি পরিবহন করেছে এই মর্মে ফাইন চার্জ করেন। যদিও এ বিষয়ের প্রেক্ষিতে গাড়ি মালিকরা বি.এল.আর.ও দপ্তরে দ্বারস্থ হন তারা বি.এল.আর.ও আধিকারিকের সাথে কথা বলে তাদের সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করেন বি.এল.আর.ও দপ্তরের আধিকারিক এর সাথে।

Leave a Reply