ASANSOLBengali News

AIHRC সুশান্ত রায়কে সম্মানিত করল

বেঙ্গল মিরর , আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত : এআইএইচআরসি (AIHRC) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
বুম্বা মুখোপাধ্যায়ের উপস্থিতিতে আজ
অভূতপূর্ব শিল্পকর্মের জন্য অল ইন্ডিয়া হিউম্যান রাইটস খ্যাতনামা ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়কে সম্মান জানিয়েছেন। তাঁর বর্তমান সৃষ্টি বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মোম মূর্তিটি সারা দেশে ভাইরাল হয়েছে সাম্প্রতিক।
বুম্বা মুখার্জি বলেন, ” আমরা তার এই প্রচেষ্টাটির সত্যই প্রশংসা করি এবং তার ভবিষ্যতের প্রকল্পগুলির জন্যও তাকে শুভকামনা জানাই।”

Leave a Reply