ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

কল্যান গ্রাম রুটে শুরু হল মিনি বাস পরিষেবা।

বেঙ্গল মিরর, রুপনারায়নপুরঃ- 31 জানুয়ারি থেকে কল্যাণগ্রাম রুটে মিনিবাস চলাচল শুরু হচ্ছে। বিষয়টি নিয়ে বিধায়ক বিধান উপাধ্যায় আসানসোল মিনিবাস এ্যসোসিয়েশনকে আনেকবার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিধায়ককে লিখিতভাবে জানিয়েছেন যে 31 জানুয়ারি থেকে চিত্তরঞ্জন- আসানসোল ভায়া কল্যাণগ্রাম রুটে মিনিবাস চলাচল শুরু হচ্ছে। বাসটি প্রতিদিন 3 বার করে মোট ৬ বার যাতায়াত করবে এই রুটে। এই খবর শুনে স্থানীয় মানুষজন যথেষ্ট খুশি।।

মিনিবাস অ্যাসোসিয়েশনের দেওয়া চিঠি

Leave a Reply