KULTI-BARAKAR

বহু পুরানো মন্দিরে চুরি, চাপা উত্তেজনা এলাকায়

বেঙ্গল মিরর, সৌমিত্র গাঙ্গুলি, কুলটিঃ- আনসোলের কুলটি থানার চৌরঙ্গীফাঁড়ির অন্তর্গত লছমানপুর গ্রামে আদি দূর্গা পূজা মন্দিরে চুরির ঘটনাতে চাঞ্চল্ল এলাকায় !গ্রামের বাসিন্দা অমর ব্যানার্জী বলেন এলাকার মুখার্জী ,চ্যাটার্জি ,ব্যানার্জী দের পারিবারিক দুর্গা মন্দির এর মূল গেটের তালা ভেঙে চুরি যাই বিষ্ণুদেবতার পঁয়তা ও বিষ্ণু দেবতার সিংহাসন খড়ম এছাড়া বেশ কিছু মূল্যবান আনুসাঙ্গিক পুজোর সামগ্রিক চুরি যাই এছাড়া ওই একই মন্দিরে শিব ঠাকুরের মন্দিরের ভেতর তামার প্রদীপ ও সামগ্রী চুরি করে পালায় দুশকির্তীরা যদিও সোনা বা রুপোর গয়না রাখা থাকেনা মন্দিরের ভেতরে কারণ মা দুর্গা প্রতিমা খড়ের মেডের তাই পুজোর সময় গয়না পরানো হয় পুজোর পর খুলে গয়না খুলে রাখা হয় ! কিন্তু কিছু গয়না সিংহাসনে বিষ্ণু দেবতার গায়ের সেগুলি চুরি যাই বলেন অমর ব্যানার্জী বলেন। তিনি আরো বলেন যে এই দুর্গামন্দির প্রাচীন কোনো দিন এরকম ঘটনা ঘটেনি খুব জাগ্রত মন্দির !এই মন্দিরে বিষ্ণু দেবতার সেবা হয়। একই সাথে শিবমন্দির ও দূর্গা মন্দির খুব জাগ্রত এই মন্দির এতো প্রাচীন কোনোদিন এইরকম ঘটনা ঘটেনি এই প্ৰথম তাই আমরা চিন্তিত প্ৰশাসনের কাছে আবেদন যে যারা এই চুরির ঘটনাতে যুক্ত তাদের বিরুদ্ধে বেবস্থা গ্রহন করে যাতে আগামী দিনে এই রকম ঘটনা না ঘটে।

Leave a Reply