ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

WBTSTA বারাবনি ব্লকের সভা

বেঙ্গল মিরর, মনোজ শর্মা, বারাবনি : বারাবনি ব্লকের দোমোহানি কেলেজোড়া হাইস্কুলে হয়ে গেল একটি সভা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রত্যেকটা স্কুলে হোম সেন্টার হবে এই নিয়ে আজকে বারাবনি ব্লকের বিভিন্ন আপার প্রাইমারি ও হাই স্কুল নিয়ে বিভিন্ন শিক্ষকদের নিয়ে বৈঠক করা হলো

যে এই পরীক্ষাটি কে কিভাবে আমরা ভালোভাবে পার করব এতে বারাবনির অনেকগুলো স্কুল ও সালানপুর প্রায় স্কুল অংশগ্রহণ করেন এবং বিভিন্ন দিকের আলোচনা হয় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান. WBTSTA president Rajiv Mukherjee, মৃণাল জ্যোতি গাঙ্গুলী, দোমোহানি কেলেজোড়া হাই স্কুলের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, শিক্ষক অতনু দত্ত, এক্সিকিউটিভ মেম্বার জয়ন্ত মন্ডল সেক্রেটারি পশ্চিম বর্ধমান প্রমুখ।

Leave a Reply